১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিকের ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ববি কাকলী’র ৫০০ জনের মাঝে খাদ্য উপহার বিতরণ।।
১৫, জুন, ২০২০, ৪:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড ১৯ দুর্যোগকালীন মানবিক সংকটে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডের অাকস্মিক কর্মহীন সাময়িক অভাবগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪টন চাল ও ৫০০ কেজি আলু(প্রতিজনকে ৮ কেজি চাল ও ১ কেজি আলু)

অদ্য ১৫-০৬-২০২০ সোমবার মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার খাদ্য উপহার মসিক মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে বিতরণ করছেন ময়মনসিংহ সিটি

করপোরেশনের ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ফারজানা ববি কাকলী কাউন্সিলর ফারজানা ববি কাকলী করোনা সংক্রমন রোধে প্রচারণা সহ সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখছেন।এছাড়াও করোনা সংকটের শুরু থেকে তিনি এলাকার মানুষের পাশে রয়েছেন।

আজকের খাদ্য উপহার প্রদান অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।