(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)
বর্ষীয়ান রাজনীতিবীদ বতর্মান আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র বদর উদ্দিন কামরান আর নেই।
উনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নিবন্ধীত রেজি নং ২০৩ এর কানাইঘাট উপজেলা কমিটির নেতৃবৃন্দ
সোমবার ১৫/০৬/২০ ইং ভোর ৩ টার সময় চিকিৎসাদিন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবাইকে রেখে উনি মহান আল্লাহর ডাকে সারা দিয়ে না ফেরার দেশে চলে যান।
আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলার সভাপতি ইইফতেখার আলম চৌঃ সাধারন সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সহ সভাপতি ডালিম আহমদ, ফয়ছল আলম চৌঃ, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌঃ, সাংগঠনিক সম্পাদক এম এ রহমান জীবন, উপজেলার সদস্য আহমদ আল আজির, যুবলীগ নেতা বেলাল আহমদ, সাহেদ আহমদ, নাজিম উদ্দিন, এক শোক বার্তায় বলেন, বদর উদ্দিন কামরান একজন সৎ আদর্শবান গরিব অসহায় মানুষের নেতা ছিলেন। উনার মৃত্যুতে আমরা এমন একজন নির্ভরযোগ্য ব্যাক্তিকে হারিয়েছি তা কখনো পুরন হবার বা ভুলার মতো নয়। তিনি সকলে কাছে স্বরনীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান। মহান আল্লাহ পাক সিলেটের মাটি ও মানুষের এই মহান নেতাকে যেনো জান্নাতের মেহেরবান হিসেবে কবুল করেন আমিন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল