আজ সকাল ১১'টায় ময়মনসিংহস্থ মুক্তিযুদদ্ধ স্মৃতিসৌধে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী'র উদ্ধোধন করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মসিকের জনপ্রিয় মেয়র মোঃইকরামুল হক টিটু।
এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম,জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আরশাফ হোসাইন,সাবেক ছাত্র লীগ নেতা সারোয়ার জাহান মুকুল সহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখর হোসেন খোকনের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচী'র উদ্ধোধনী বক্তব্য দেন মসিক মেয়র এবং উপস্হিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। একর্মসূচী'তে একশত ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল