২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
২০, অক্টোবর, ২০১৯, ১২:৫৬ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শিক্ষার মান উন্নয়নে
শেরপুরের নকলায়
বার্ষিক-২০১৯ এর শেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী খন্দকার পাড়ায় স্থাপিত নব দিগন্ত একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নব দিগন্ত একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ।

এ অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন, একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ নূর ইসলাম, মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ সাইফুর রহমান মিন্টু, খন্দকার সারোয়ার জাহান, খন্দকার শরিফ হোসেন, খন্দকার আবদুস ছুবুর রনি, অভিভাবক মোহাম্মদ শরিফ হোসেন ও মোহাম্মদ বরুন চৌধুরী প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গান্যমান্যরা উপস্থিত ছিলেন। এ সমাবেশে বার্ষিক পরিক্ষা-২০১৯ এর প্রস্তুতি ও শিক্ষার্থীদের অধিকতর ভালো ফলাফল করতে করণিয় বিষয়ে পরামর্শ মূলক আলোচনা করা হয়।