১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা পুলিশের জন্য সোনালী ব্যাংকের সুরক্ষা সামগ্রী
১৬, জুন, ২০২০, ১০:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য সোনালী ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী প্রদান করেছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর কাছে আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সুরক্ষা সামগ্রী ফেসশিল্ড ও ডিসইনফেকশন চেম্বার প্রদান করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান।

আইজিপি এ ধরনের মহতী উদ্যোগের জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।