১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা যাঁরা পুলিশের সমালোচনা করতেন, তাঁরা আজ পক্ষে বলছেন: আইজিপি
১৬, জুন, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনাকালে জনগণকে সেবা দিয়ে পুলিশ যে সমর্থন ও প্রশংসা পেয়েছে, তা ধরে রাখার ওপর জোর দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। রোববার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ কর্মকর্তার সঙ্গে আইজিপি কথা বলেন। সেখানেই তিনি পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান।

আইজিপি বলেন, ‘মানুষ পুলিশকে সম্মান করছে, ভালোবাসছে। যাঁরা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তাঁরাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন, পুলিশের জন্য কলম ধরছেন। এ পাওয়া আমাদের জন্য বিশাল অর্জন।’ এই ভালোবাসা ধরে রাখতে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নির্মোহভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে। তাদের সেবা দিয়ে যাচ্ছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনেরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদের দাফন করছে, সৎকার করছে। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত আমাদের ২৪ জন সহকর্মী করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন।’

 

 

সংবাদসূত্র, DMP face book page