২০০৯ সালে মোহনগঞ্জ উপজেলার ৩নং তেঁতুলিয়ার বাগপাড়া গ্রামে ৭ বছরের একটি শিশুকে হত্যা করে মোঃ আনোয়ার হোসেন ওরফে আনার হোসেন। ঢাকা চট্টগ্রাম সহ ভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল আসামি।
নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের দিক নিদের্শনায় থানার মামলা নং-১৪(০৯)২০০৯ ধারা৩০২\ পেনাল কোর্ড হত্যা মামলার আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একলক্ষ টাকার জরিমানা দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযানের মাধ্যমে এসআই নাছির উদ্দিন তালুকদার, এএসআই মোখলেছুর রহমান সহ কনস্টেবলদের সহায়তায় নেত্রকোনা থেকে গ্রেফতার হয়। এই চাঞ্চল্যর হত্যার বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান
আনোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান সনাক্ত করার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এই বিষয়ে আমাদের সাথে এসআই নাসিরের কথা হয়। তিনি বলেন, আসামিকে ধরার জন্য ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় গিয়েছি তথ্য সংগ্রহ করেছি। ৪ মাসের প্রচেষ্টায় আসামি ধরা পরে। আসামিকে গত ১৬ই জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশের এমন ভূমিকা আস্থা জাগাবে এমনটাই প্রতাশ্যা এই এলাকার সাধারণ মানুষের।