নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর দিক নিদের্শনায় মোহাম্মদ আবদুল আহাদ খান,অফিসার ইনচার্জ, মোহনগঞ্জ থানা এর তদারকিতে এসআই রিশাদ আলম, এএসআই ইয়াকুব আলী,
এএসআই সোহেল রানা সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে সামাইকোণা এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার সামাইকোণা হতে ইয়াবা ব্যবসায়ী শহিদ ওরফে জাহিদ(৩৬), পিতা-মৃত হোসেন আলী, সাং-সামাইকোণা, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণাকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধরে। আসামীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। তাছাড়া ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন পলাতক আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ খান বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতির ঘোষণা করেছেন তাই আমরা সকলের সহযোগিতায় ঐ পথেই এগোতে চাই।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল