রাশিদ আহমেদ নিসর্গ :-
উমামা – তাসনিমসহ সকল শিশু হত্যা ও নির্যাতনের বিচার চাই” এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গতকাল ২০ অক্টোবর রবিবার বিকাল ৩টায় ময়মনসিংহ
গাঙ্গিনাপাড়স্থ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এনপিএস গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে মুক্তাগাছা আর.কে স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী উমামা তাসমিন এর নৃশংস হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এনপিএস গণ মাধ্যম সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির চেয়ারম্যান কাজী বজলুর রহমান বেনু’র সভাপতিত্বে মেধাবী ছাত্রী উমামা তাসমিন এর নৃশংস হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনপিএস গণ মাধ্যম সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এড. এ.টি.এম মাহবুব উল আলম, সহ সভাপতি এড. মুস্তাফিজ তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম স্বপন মন্ডল, এনপিএস গণ মাধ্যম সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালেহা আক্তার সুইটি, কাকলী হোসাইন এবং নিহত উমামা তাসমিন এর মামা এড. রেজা সহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা উমামা – তাসনিমসহ সকল শিশু হত্যা ও নির্যাতনের বিচার চেয়ে বক্তব্য রাখেন।