ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে একশত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভালুকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ বৃহস্প্রতিবার ভালুকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ভালুকার জামিরদিয়া থেকে একশত ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ফুলপুরের হাফিজুর রহমান ও ভোলার চরফ্যাশনের নয়ন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।