ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫ অপরাধীকে গ্রেফতার করেছে। তারা হলো, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, বিল্লাল হোসেন, রজব আলী ও রবিকুল ইসলাম।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে শফিকুল ইসলাম, হান্নান মিয়া, বিল্লাল হোসেন, রজব আলী ও রবিকুল ইসলাম নামীয় ৫ অপরাধীকে গ্রেফতার করা হয়। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।