খাদ্য অধিদপ্তরের অধিনে সারা দেশের উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও সরকারি খাদ্য গুদামে কম্পিউটার অপারেটর না থাকায় সরকারি কার্যক্রমে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
জানা যায় দেশের প্রতিটি উপজেলায় কম্পিউটার কয়েক বছর আগে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে কম্পিউটার দেওয়া হলেও অপারেটর নিয়োগ না দেওয়ায় অফিসিয়াল কাজ করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও এলএসডির থেকে সরকারি কর্মসুচীর খাদ্য বান্ধব, ওএমএস ডিলার নিয়োগ , উপকার ভোগী দের মাঝে কার্ড বিতরণ, ভিজিএফ, ভিডিপি এবং খাদ্য শষ্য সংগ্রহ, ডেসপাস এর তথ্য নিয়মিত সংক্ষন ও প্রতিবেদনে পাঠেতে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের।
কম্পিউটার অপারেটর না থাকায় বাহির থেকে কম্পিউটার এর কাজ করাতে হয়। এতে দেখা গেছে বছরে লক্ষাধিক টাকার বিল হয়। একটি সুত্রে জানা যায় খাদ্য মন্ত্রণালয় থেকে এ খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে দুই মাস অফিস খরচ চালাতে পারে না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আবার মাঝে মধ্যে কম্পিউটারে সমস্যা দেখা দিলেও অর্থ বরাদ্দ না থাকায় মেরামত করতে পারছেন না ।
এ ব্যাপারে বেশ কয়েকজন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও গুদাম ইনচার্জ এর সাথে কথা হলে তারা দুঃখ প্রকাশ করে বলেন আমাদের বেতনের টাকা থেকে অনেক সময় বিল পরিশোধ করতে হয় ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল