জনবান্ধব ও উন্নয়নমুখী মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্ব ও নির্দেশনায় এক বছরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ বিভাগ দারিদ্র বিমোচন, বস্তি উন্নয়ন, শিক্ষা ও সমাজ কল্যাণে নিম্নবির্ণিত কার্যক্রমসমূহ বাস্তবায়ন করেছে।।
** উজান থেকে নেমে আসা প্লাবিত এলাকায় ৪০ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
** অগ্নিকান্ডেক্ষতিগ্রস্ত বলাশপুর আবাসন বস্তিতে ১,০০,০০০/= টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
** করোনাকালীন দুর্যোগ মোকাবিলায় বেকার দরিদ্র কর্মহীন ১,২৫,৪০০ পরিবারকে ১,০০৭ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
** করোনা দুর্যোগে অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫,৫০,০০০/=টাকার শিশু খাদ্য ৭,৮৯২টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
** দরিদ্র এলাকার সিডিসি এবং ক্লাস্টারের সমন্বয়ে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
** সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর হতে ২০১৮-১৯ অর্থবছরে প্রদানকৃত বয়স্ক ভাতা ৩৭৩ টি, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ২৬৩টি, বিধবা/স্বামী নিগৃহীতা ভাতা ৫৬ টি এবং ২০১৯-২০ অর্থবছরে ৬৯৬ টি বয়স্ক ভাতা এবং ১১৭৫টি অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা সমাজকল্যাণ বিভাগের মাধ্যমে প্রদান করা হয়েছে ।
** সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর হতে ২০১৮-১৯ অর্থবছরে ২০০০ নারীকে ল্যাকটেটিং ভাতা এবং ২০১৯-২০ অর্থবছরে ১৫০০ নারীকে ল্যাকটেটিং ভাতা সমাজকল্যাণ বিভাগের মাধ্যমে প্রদান করা হয়েছে ।
** বস্তি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ২১৯ লাট্রিন, ৫০৮০ মিফুটপাত, ১৬৪ নলকূপ, ৪২৬ মিটার ড্রেন, ১২ ল্যাম্পপোস্ট ইত্যাদি নির্মাণ করা হয়েছে।।
** ১২০৯ জনকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।
** ১৮৬১ জনকে ব্যবসা অনুদান, ৭১১ জনকে পুষ্টি সহায়তা অনুদান, ৬২৭ জনকে শিক্ষানবিস অনুদান প্রদান করা হয়েছে।