ময়মনসিংহের ফুলপুরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমে নিরলস প্রচেষ্টায় উপজেলাব্যাপী প্রশংসার দাবিদার হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।পরিবার পরিজনকে ছেড়ে করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে ঝুঁকি নিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মানুষের পাশে দিন-রাত একাকার করে ক্লান্তিহীন ভাবে ছুটে চলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এবারে তার ঈদও কেটেছে মানুষের সেবার মধ্যদিয়ে। কর্মক্ষেত্রের প্রত্যেকটি জায়গায় তিনি অত্যন্ত জনবান্ধব,সৎ,কর্তব্যপরায়ণ,মেধাবী
ও সাহসীকতার ভূমিকা রেখেছেন।
উপজেলার বিভিন্ন এলাকার সুধিজনরা জানান,মহামারি করোনা ভাইরাস কোভিট-১৯ এর শুরু থেকেই জীবনের ঝুকি উপেক্ষা করে তিনি এক মুহুর্তের জন্যও পিছপা হয়নি। সরকারী নির্দেশনা এবং ঘোষিত লকডাউন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি এবং আইন-শৃঙ্খলা নিশ্চিতকরাসহ অন্যান্য মানবিক কাজে নিজেকে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রেখেছেন। তার কাজের মহিমায় উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ সকল সরকারী কর্মকর্তাগন তাকে নিয়ে গর্ববোধ করেন। তার এই কর্মগুনে তিনি আম-জনতার ইউএনও হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ফুলপুর পৌর এলাকাসহ উপজেলার সবকটি ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ও হতদরিদ্র ও বিভিন্ন স্তরের মানুষকে অনুদান প্রদানে যেন প্রকৃত দরিদ্র করমহীনরা ত্রাণের আওতায় আসে সে লক্ষে তিনি প্রতিটি ইউনিয়ন, গ্রামে,পাড়া-মহল্লায় অবরস্থিত মসজিদ, মন্দির ও গীর্জা ভিত্তিক কমিটি গঠন করে ত্রাণ বিতরণ করায় এই কার্যক্রমে তিনি সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এই সব ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং,বাজার মনিটরিং, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তদারকি,তাদের গতিবিধি তদারকি করাসহ দেশের অন্যান্য জায়গা থেকে আগত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও ইউপি চেয়্যারম্যান রাজনৈতিক ব্যাক্তিবর্গকে সহায়তা করা এবং প্রত্যেক হতদরিদ্রের নিকট সুষ্ঠভাবে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে তার নির্দেশে উপজেলায় নিয়োগকৃত ট্যাগ (তদারকি) কর্মকর্তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সরকারী সহায়তার পাশাপাশি এ উপজেলায় তিনি ফুড বাস্কেট নামে খাদ্য সংগ্রহের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সফলতার সাথে বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগীতাসহ আর্থিক সহায়তা নিয়ে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করে যাচ্ছেন।
যা জেলা শহরসহ অত্র এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ফুড বাস্কেটের মাধ্যমে সংগ্রহকৃত খাদ্য উপজেলা ত্রান কমিটি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে, যেখানে যখন খাদ্য সংকট পড়েছে তাৎক্ষণিক ছুটে গিয়ে ওই মানুষগুলোর মাঝে সুষ্ঠভাবে বিতরণ করেছেন।এমনকি ঈদের দিনেও নিজের কথা না ভেবে ছুটে গেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলোর খোঁজ খবর নিতে এবং তাদের সহায়তা দিতে,যাতে তারা কষ্ট না করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলার ইউনিয়নগুলোতে দুস্থ্য ও কর্মহীন হয়ে পড়া সকল পরিবারগুলো যেন ত্রাণ সহায়তার আওতায় আসে সেদিকে লক্ষ রেখে ইউপি চেয়্যারম্যানদের মাধ্যমে ত্রান বিতরন কার্যক্রম মনিটরিং করা সহ নিয়মিত বাজার মনিটরিং, হোমকোয়ারেন্টনে থাকা ব্যক্তিদের তদারকি তাদের তাদের খাদ্য সরবারাহকরা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন। তিনি আরো বলেন-প্রতিটি কাজে তাকে সার্বক্ষনিক বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড), উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), ওসি ফুলপুরসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগন,আইন শৃঙ্খলাবাহীনির সদস্যগন,সাংবাদিকগন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধিজন ও জনপ্রতিনিধিগণ। তিনি উপজেলা প্রশাসনের সেবার মানকে জনকল্যাণে পৌছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। সেই জন্য তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল