১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ পূর্বধলায় ইউএনওর ক্ষোভ থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় দেলোয়ারের সংবাদ সম্মেলন।।
২২, জুন, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় ২১ জুন রবিবার বিকালে বাজারের আমির প্লাজা দোতলায় ৭নংআগিয়া ইউনিয়নের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।

উক্ত সম্মেলনে দেলোয়ার হোসেন লেখিত বক্তব্যে বলেন, গত ২৭ শে মে বাট্টা বাজারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচীর হতদরিদ্রদের চাউল আটকের ঘটনায় সুষ্ঠ তদন্তের জন্য জেলা প্রশাসকের বরাবর আমি

একটি লিখিত দরখাস্ত করি, এর প্রেক্ষিতে ৪জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ পূর্বধলা নির্বাহী অফিসের কার্যালয়ে তদন্তে আসেন,উক্ত তদন্তে কয়েক জনের সাক্ষী নেওয়ার পর আরো কিছু সাক্ষী অফিসে ডুকতে চাইলে সাক্ষীদের ডুকতে না দিয়ে ভূয়া বলে বের করে দেয় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলছুম।পরে ৭ জুন জেলা প্রশাসক বরাবর আরেকটি অভিযোগ দাখিল করি,১৬ জুন মোবাইলে উম্মে কুলছুম হুমকি দিয়ে বলেন, আমার উপর ডিজিটাল আইনে মামলা করবে,এর আগের দিন রাতে অপরিচিত লোক দিয়ে আমাকে ভয়- ভীতি প্রদর্শন করেন,তাই আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি, আমি ও পরিবাবের নিরাপত্তা চেয়ে মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি।