করোনার মহামারিকালে ময়মনসিংহ সিটিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনে শ্রমিকরা নির্মাণাধীণ বহুতল ভবনে কাজ করায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব উল আহসান আদালত পরিচালনা করে এই জরিমাণা করেন। নগরীর গোলাপজান রোডের একটি বাসায় সোমবার দুপুরে এই জরিমাণা করেন। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল