ঐতিহাসিক ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন।
এক শুভেচ্ছা বানীতে ইব্রাহিম খলিল নয়ন বলেন,
বাংলাদেশ আওয়ামীলীগ বাঙ্গালি জাতির ভাষা আন্দোলন,স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানের সুমহান গৌরব অর্জন করেছে।
আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর এ দেশে যা কিছু বিশাল অর্জন তা আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে।
বাণীতে তিনি আরোও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।
প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম,অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামিলীগ। ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির আগামীর সফল ও উজ্জল ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে দেশবাসীকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান তরুণ এই জনপ্রিয় রাজনীবিধ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল