ঢাকা অফিসঃ
“দেশের সব ডিজিটাল সেবা ২০২১ সালের মধ্যে জনগণের জন্য আরও সহজ হয়ে উঠবে। আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘ ডিজিটাল সূচকে বাংলাদেশ পঞ্চাশের মধ্যে জায়গা করে নেবে।”
– সজীব ওয়াজেদ জয়
মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা
বাংলাদেশে ডিজিটাল বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে অনলাইনে সরকারি সেবাপ্রাপ্তি, বিল পরিশোধ ও গ্রামীণ উৎপাদনকারীর পণ্য শহরের ক্রেতার হাতে পৌঁছে দিতে ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম ‘একপে’, ‘একসেবা’ ও ‘একশপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশন এবং নয়টি পৌরসভায় এসব নাগরিক সেবা পাওয়া যাবে। পরে তা ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার সকালে রাজধানীর আইসিটি টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ তিন সেবার উদ্বোধন ঘোষণা করেন।
ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে নাগরিক সেবার এই কার্যক্রম চালু হওয়ায় এই ১০ এলাকার নাগরিকরা অনলাইনে মিউনিসিপালিটি/সিটি করপোরেশনের বিভিন্ন সেবা পাওয়ার পাশাপাশি হোল্ডিং ট্যাক্স ও বিভিন্ন সরকারি সেবার বিল দিতে পারবেন। অত্র উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ অাহমেদ পলকের সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিশেষ অতিথি এবং দক্ষিণ কোরিয়ায় এ্যাম্বেসেডর গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের সুযোগ্য মেয়র ইকরামুল হক টিটু মহোদয় সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণও রাজধানীর অাইসিটি টাওয়ারে অায়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উল্লেখ্য ডিজিটাল সেবার এই সুবিধা ১২ টি সিটি করপোরেশনের মধ্যে একমাত্র ময়মনসিংহ সিটি করপোরেশনেই অাজ অন্তর্ভুক্ত হলো।ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত অাস্থাভাজন ময়মনসিংহ সিটি করপোরেশনের জনননন্দিত মেয়র ইকরামুল হক টিটু মহোদয়ের বদান্যতায় অাজ ময়মনসিংহবাসী নাগরিক সেবায় ডিজিটাল সার্ভিসে যুক্ত হলো।ময়মনসিংহ মহানগরবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রীর অাইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও অাধুনিক সৌন্দর্য্যমন্ডিত পরিবেশবান্ধব ময়মনসিংহ মহানগরীর রুপকার সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র ইকরামুল হক টিটু মহোদয়কে নাগরিক সেবা ডিজিটালাইজড করে সহজীকরণের জন্য।