বর্তমান সময়ে মহামারিরূপ ধারণকারী চলমান করোনা ভাইরাস ( COVID-19) বিস্তার প্রতিরোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করন, করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার জন্য করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকেই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে র্যাব-৪ এর বেশ কিছু সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর দুরদর্শী দিক নির্দেশনা, তত্বাবধানে ও সার্বক্ষণিক আক্রান্তদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের নিবিড় তদারকি করেন। অদ্য ২৩/০৬/২০২০ তারিখ র্যাব-৪ এর করোনা ভাইরাসে আক্রান্ত সদস্যগনের মধ্য থেকে ৬৭ জন র্যাব সদস্য সুস্থ হয়ে পূনরায় কর্মে যোগদান করায় র্যাব-৪ এর অধিনায়ক মহোদয় কর্তৃক সকলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।
করোনা জয় করে কাজে যোগদান করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি দুস্থুদের ও অসহায়দের সাহায্যে সহযোগীতার হাত বাড়িয়ে নতুন উদ্যেমে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে কাজ শুরু করছে।
তথ্য, র্যাব ৪ এর ফেসবুক পেইজ
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল