ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু'র প্রত্যক্ষ নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম,জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে মসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিরাম কাজ করে যাচ্ছেন।করোনা ভাইরাস প্রতিরোধ, জলাবদ্ধতা
নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ২৪-০৬-২০২০ বুধবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার আকুয়া দক্ষিণ খালপাড় ও ক্যান্টনমেন্ট এলাকায় খাল পুন:খনন করে
জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের জন্য মসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্র অঞ্চল সরেজমিন পরিদর্শন করে এবং জরুরীভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করে।
উল্লেখ্য মেয়র টিটুর নির্দেশে শহরজুরেই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার,খাল পুন:খনন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত জীবানুনাশকও স্প্রে করা হচ্ছে।
এসময় ময়মনসিং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক,সহকারী প্রকৌশলী অাজহারুল ইসলাম, বর্জ্য কর্মকর্তা মহব্বত অালী ও চীফ সুপারভাইজার রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণও উপস্থিত ছিলেন।
ময়মমনসিংহ নগরবাসীকে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে মেয়রের নির্দেশনায় জীবানুনাশক স্প্রে ছিটানো,
জলাবদ্ধতা নিরসনে ড্রেন-খাল পুন:খনন ও নিরবিচ্ছিন্ন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে সচেতন ময়মনসিংহবাসী সাধুবাদ জানিয়েছেন এবং নগরবাসী মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের
মেয়র টিটুর করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম,সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা,জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপ, ফুটপাত নিরাপদ রাখা তথা গ্রীন এন্ড ক্লীন সিটি বাস্তবায়ন কর্মসূচী সর্বমহলেই প্রশংসিত হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল