ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে সোহাগী এলাকার একটি জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়াড় সামগ্রী উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জুয়ামুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে যেখানেই জুয়া সেখানেই অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের অংশ হিসাবে তার (ওসি) নেতৃত্বে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সাহেদ আলী, আবুল হোসেন, আঃ সাত্তার, জজ মিয়া, বাচ্চু মিয়া ও আঃ কদ্দুছ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি মোখলেছুর রহমান আকন্দ আরো বলেন, জুয়া ও মাদক নিয়ে কোন ধরণের আপোষ নয়। অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল