ডিএমপির গুলশান থানা এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিজান (২০), মোঃ উজ্জল মিয়া (২৬) ও মোঃ তাজুল ইসলাম লিটন (২৮)।
গ্রেফতারদের কাছ থেকে চুরি হওয়া একটি আইফোন, প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩টি বিদেশী হাত ঘড়ি ও চোরাই মাল বিক্রি বাবদ নগদ এক লক্ষ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি গ্রীল কাটার রেঞ্চ উদ্ধার করা হয়।
গত ০৮ জুন, ২০২০ গুলশানের বারিধারার পার্ক রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় ২৩ জুন, ২০২০ একটি মামলা রুজু হয়।
গুলশান থানার এসআই মোঃ মাসুম বিল্লাহ রনি জানান, মামলাটি তদন্ত শুরু করতে গিয়ে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে মোঃ মিজানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় হতে মোঃ উজ্জল মিয়া ও মোঃ তাজুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়।
গুনশান থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান পিপিএম ডিএমপি নিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হয়েছে।
ছবিঃ ডিএমপি নিউজ সন্ধিগ্ধ অপরাধীকে মানুষ হিসেবেই মূল্যায়ন করে। কর্তৃপক্ষ বিশ্বাস করেন দেশের প্রচলিত ব আইনেই অপরাধীর শাস্তি হতে পারে। মিডিয়ার ছবি প্রকাশ করে অভিযুক্তকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার নীতিতে বিশ্বাসী নয়
DMP news