“গাছ লাগান জীবন বাঁচান”, “বৃক্ষ মানুষের পরম বন্ধু” এই সকল স্লোগান সামনে নিয়ে শনিবার সকালে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ জি.কে.পি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, জি.কে.পি কলেজের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ময়মনসিংহ এর আহবায়ক ড. মো: সিরাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর নূর খোকা, ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, জি.কে.পি কলেজের অধ্যাপিকা দিলরুমা শারমীন, অধ্যাপক দেলোয়ার হোসেন শাহেনশাহ তালুকদার, ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, যুগ্ম আহবায়ক মুসলেম উদ্দিন, এড. হযরত আলী প্রমুখ।