১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন ইলিয়েনা নায়িকা না হলে কী হতেন?
২১, অক্টোবর, ২০১৯, ১২:০৩ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। ‘দ্য লাভ লাফ লাইভ শো’-তে হাজির হয়েছিলেন তিনি। এই সময় মডেলিং থেকে বলিউডে তার পথচলা নিয়ে প্রশ্ন করা হয়। ইলিয়েনা বলেন, দুর্ঘটনাবশত অভিনয়ে এসেছি। অভিনেত্রী না হলে কী হতেন? উপস্থাপক শিবানি ডা-েকারের এই প্রশ্নের উত্তরে বারফি অভিনেত্রী বলেন, যদি অভিনয়ে না আসতাম, প্ল্যান বি হিসেবে গায়িকা হওয়ার চেষ্টা করতাম। ২০০৬ সালে তেলেগু ভাষার দেবাদাসু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ইলিয়েনা ডিক্রুজ। একই বছর তামিল ভাষার কেডিসহ আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় এই নায়িকাকে। ২০১২ সালে বারফি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইলিয়েনার। এরপর হিন্দি ভাষার রুস্তম, মুবারাকা, ম্যায় তেরা হিরো, বাদশাহো, রেইড সিনেমায় অভিনয় করেছেন।