ময়মনসিংহ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে মময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ বৃরোপন কর্মসূচি পালন করেছে।
নেতাকর্মীদের সহায়তায় নগরীর বিভিন্ন প্রান্তে এবং একাধিক বাসভবনের আশপাশসহ সুবিধাজনক স্থানে রবিবার দিনব্যাপী এই বৃরোপণ কর্মসূচি পালন করা হয়। এই বৃরোপন কর্মসূচিতে অংশ নেন ডাঃ অনুপম সাহা, মেহেদী হাসান নাঈম, অনুপম দত্ত অর্ঘ্য, মাসুম ফাহাদ সহ অন্তত ৩০ এর অধিক নেতাকর্মী। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই তাদের এই বৃরোপন কর্মসূচি। ভবিষ্যতে এই কার্যক্রম সারা বাংলাদেশকে এক সবুজ প্রাঙ্গন উপহার দেয়া বলে তাদের বিশ্বাস।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল