ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাজারে ২৯ জুন (সোমবার) সন্ধ্যা ৬ টায় ট্রাক,মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী ফজলুল হক নিহত হয়েছে অপর দুই জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে আসা ঢাকা মেট্রো ন-২০-০০৬২ ট্রাকটি দ্রুত গতিতে রামগোপালপুর বাজার পার হওয়ার সময় বিপরিত দিক থেকে আসা একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মটরসাইকেলটি দুমড়ে মুচকে যায় এবং মটরসাইকেল আরোহী ৩ জন বিশ্বনাথপুর গ্রামের ফজলুল হক, শ্রীধরপুর গ্রামের সফিন মিয়া ও হেলাল উদ্দিনকে গুরুত্বর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নেয়ার পথে ফজলুল হক মারা যায়।
গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আ আসে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল