১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ এমপি সাইফুজ্জামান শিখরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
২৯, জুন, ২০২০, ৮:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা মোসাম্মাত মনোয়ারা জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

রবিবার (২৮ জুন) পৃথকভাবে দেয়া শোক বার্তায় তারা মনোয়ারা জামানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া মনোয়ারা জামানের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

১৯৭৯ সালের সংসদে বিরোধী দলীয় উপনেতা প্রয়াত অ্যাডভোকেট আছাদুজ্জামানের স্ত্রী মনোয়ারা জামান রোববার বিকেলে মাগুরায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন।

 

 

তথ্য, mp news