তথ্যপ্রতিদিন. কম
অবশেষে সকল জল্পনা-কল্পনা, আতংক আর কৌতহলের অবসান ঘটিয়ে খোলা হলো সেই রহস্যঘেরা ট্রলিব্যাগটি। তবে ব্যাগ থেকে বোমা বা টাকা নয়, পাওয়া গেছে মাথা বিহীন একটি টুকরো লাশ। অনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার হয়েছে ব্যাগটি থেকে। যার মাথা কাটা ছিলো। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ।
ব্যাগটি ময়মনসিংহ ব্রীজ মোড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় গতকাল রাত ১০ টায়। খবর পেয়ে পুলিশ, র্যাব,ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে ব্যাগটি ঘিরে রাখে। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ টিম এসে ব্যাগটি খোলে। পরে ওই টুকরো করা লাশটি বের করা হয়।
ঘটনাস্থলে আসেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি, র্যাব-১৪ অধিনায় লেঃ কর্নেল ইফতেখার উদ্দিন,পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন।
ময়মনসিংহের সাধারণ জনগনের মাঝে এখবরে মুহুর্তেই ব্যাপক চাঞ্চল্য ও আতংক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা মন্তব্যের ঝড় উঠে। সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। তবে বোমা নয় উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয়হীন যুবকের টুকরো লাশ।