১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ করোনা প্রতিরোধে ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের সচেতনতামূলক মহড়া
৩০, জুন, ২০২০, ৮:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভাগীয় নগরীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নগরবাসিকে সামজিক দুরত্ব মেনে ঘরে অবস্থান, প্রতিনিয়ত মাস্ক পড়ার আহবান জানিয়ে সচেতনতামূলক মহড়া চালু করেছে। এর আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) করোনাক্রান্তিকালে নিয়মিত মহড়া দিয়ে ময়মনসিংহ পুলিশের ভাবমুর্তি উজ্জল করে। কোতোয়ালী পুলিশের নবাগত ওসি ফিরোজ তালুকদার থানায় যোগদান করে করে পুলিশের ভাবমুর্তি উজ্জল করাসহ পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে থানার সকল অফিসারদের নিয়ে পরামর্শ করে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক মহড়াসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে টহল ব্যবস্থা জোরদার করে। এরই অংশ হিসাবে মঙ্গলবার সন্ধ্যায় নগরজুড়ে সচেতনামূলক মোটরসাইকেল মহড়া দেয় কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (কমিউনিটি পুলিশিং) উজ্জল কান্তি সরকারের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় হ্যান্ডমাইকযোগে নগরবাসিকে অধিক সচেতন হতে আহবান জানানো হয়। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, করোনাকালে মানুষজনকে সচেতন করতে যতটুকু সম্ভব চেষ্ঠা করছি। এছাড়া নগরবাসির নিরাপত্তায় সারা শহরে টহল পুলিশিং জোরদার করা হয়েছে। এ জন্য তিনি নগরবাসির সহযোগীতা কামনা করেছেন।