১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা মোহনগঞ্জ পৌরপিতার দৃষ্টান্তকারী ৫০ কোটি টাকার উপরে বাজেট ঘোষণা।
৩০, জুন, ২০২০, ১১:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

মোহনগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরে ৫০ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯শত ৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র এড.লতিফুর রহমান রতন এ বাজেট ঘোষণা করেন।
এবার বাজেটে মধ্যে রাজস্ব হতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯শত ৫৭ টাকা। এর মধ্যে উন্নয়ন খাত হতে আয় ধরা হয়েছে ৪৭ কোটি ২০ লক্ষ টাকা। ব্যয় শেষে সমাপনী স্থিতি ধরা হয়েছে ১১ লক্ষ ৬৬ হাজার ৪৭৭ টাকা। বিগত বছরের চেয়ে এবারের বাজেট অনেকটাই বড়।
এ বাজেটকে উন্নয়নের বাজেট হিসেবে ঘোষণা করে পৌর মেয়র লতিফুর রহমান রতন বলেন, কোন প্রকার টেক্স না বাড়িয়েই বকেয়া উত্তোলনসহ বিভিন্ন ভাবে উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন খাতে রাস্তা,ড্রেন,ছাড়াও একটি ট্রাক ষ্ট্যান্ডের জমি খরিদ ও নির্মান এবং বর্জ্য ফেলার জন্য ২৫ কাঠা জমি খরিদ ও ঐ জমির উন্নয়ন বাবদ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, আগামীতে পৌরসভার ময়লা ফেলার জন্য নিদৃষ্ট জায়গা ক্রয় করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ওখানে পৌরসভার সব ময়লা-আবর্জনা এনে প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদন করা হবে। আবর্জনা থেকে তৈরি জৈব সার বাজারজাত করা হবে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমাবে, সেইসাথে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।
বাজেট ঘোষণাকালে পৌর সচিব, ইঞ্জিনিয়ার এবং সকল পৌর কাউন্সিলরহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাজেট কে মোহনগঞ্জ পৌরবাসী স্বাগত জানিয়েছে।