৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ধোবাউড়া সিনজি অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের সাইন বোর্ট লেখা হলেও নেই তদারকি দেখার কেউ নেই ধোবাউড়া
২১, অক্টোবর, ২০১৯, ১২:০১ অপরাহ্ণ -

ধোবাউড়া প্রতিনিধিঃ

ধোবাউড়া সিনজি অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের সাইন বোর্ট লেখা হলেও নেই তদারকি
ধোবাউড়া উপজেলায় সিনজি অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৯৯১-নং শ্রমিম ইউনিয়নের সাইনবোর্ড লেখিয়া অকার্য কর অবস্থায় ফেলে রাখায় হয় দেখার কেউ নেই ধোবাউড়া ময়মনসিংহ।

ধোবাউড়া সিনজি অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন-রেজিঃ-২৯৯১
যুদ্ধপরাধী ও রাজাকারদের বিচার দাবি দাওয়া আরো কতকিছুর দাবি দাওয়ার শেষ নেই ধোবাউড়া সিনজি অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নদের ন্যায় নিতি দেখে মনে হয় ধোবাউড়ার ওরাই একটা কিছু। কিন্তু শ্রমিকরা যে কাজটি করেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা খুব ভালো করে লক্ষ করুণ রাষ্ট্রপিতার ছবি,জননেত্রী শেখ হাসিনার ছবি,হালুয়াঘাট ও ধোবাউড়া ময়মনসিংহের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং এর ছবি গুলি বর্তমানে কোথায় থাকার প্রয়োজন,আর এখন কোথায় রয়েছে ছবিগুলি প্রশাসন ও নেতার এ বিষয়টি ভালো করে খতিয়ে দেখার অনুরুধ রহিল ধোবাউড়া উপজেলা ময়মনসিংহ সিনজি অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৯৯১-উনারা অন্যের বিচার চায়,কিন্তু নিজেরা যে,কি কর্ম করেছে তা-নিজেরাই জানে না?