বৈশ্বিক মহামারী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মহাদুর্যোগে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়ছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই ময়মনসিংহ সিটি কর্পোরশনের মেয়র মো: ইকরামুল হক টিটু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য শস্য উপহার ও ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশে জনপ্রিতিনিধিগণের মধ্যে সর্বোচ্চ সংখ্যক খাদ্যউপহার বিতরণ করেন।
তারই ধারাবাহিকতায় অদ্য ১-৭-২০২০ কাটাখালি সাহেব কোয়ার্টার এলাকায় ৫ শত পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে মসিক মেয়র মো: ইকরামুল হক টিটুর পক্ষে খাদ্য শস্য উপহার বিতরণ করা হয়। মহানগর পুজা উদযাপন পরিষদের নেতা রাজন বিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং পুজা উদযাপন
কমিটি,কাটাখালির সাধারণ সম্পাদক বাদল বিন ও
পুজা উদযাপন কমিটি কাটাখালির সভাপতি চন্দ্র লালের সহযোগিতায় খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মসিকের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রফিক দুদু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মসিকের প্রকৌশলী জহুরুল হক,চীফ সুপারভাইজার রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল