~ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এলাকায় মসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা~
ময়মনসিংহ, ১লা জুলাই, ২০২০
আজ বেলা ২টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এর বিপরীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, সরকারি ড্রেন ভেংগে ফেলা ও পাইলিংয়ের মাটি ড্রেনে ফেলার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব উল আহসান। এসময় সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল