বৈশ্বিক মহামারী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মহাদুর্যোগে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়ছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই ময়মনসিংহ সিটি কর্পোরশনের মেয়র মো: ইকরামুল হক টিটু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য শস্য উপহার ও ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশে জনপ্রিতিনিধিগণের মধ্যে সর্বোচ্চ সংখ্যক খাদ্যউপহার বিতরণ করেন।
তারই ধারাবাহিকতায় অদ্য ১-৭-২০২০ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের হরিজনপল্লী এলাকায় এলাকায় ১০০০পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে মসিক
মেয়র মো: ইকরামুল হক টিটুর পক্ষে খাদ্য শস্য উপহার বিতরণ করা হয়।মসিক মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মসিকের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল অালম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকশানা শিরীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মসিকের প্রকৌশলী জহুরুল হক,চীফ সুপারভাইজার রবিউল ইসলাম, মো: জমসের অাহমেদ,সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ ও হরিজন পল্লীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।