তথ্যপ্রতিদিন. কম
ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুরের মীরহাটি বাসষ্ট্যান্ড থেকে ৫৭০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
আটককৃতরা হল সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মোঃ রুবেল হোসেন (৩৫), সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ (২২), আখাউড়া উপজেলার আজমপুর (কৌরাতলী) গ্রামের মোঃ জুনাইদ (১৯)।
শনিবার ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সুহিলপুর মীরহাটি বাসষ্ট্যান্ড থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ২৮,৬০০/- টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।