মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু'র পক্ষ থেকে ৮ ও ৯ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর(০৮) ফারুক হাসান,
(০৯) শীতল সরকার, মহিলা ওয়ার্ড কাউন্সিলর (৭,৮ ও ৯) হামিদা পারভীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হোসেন, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, বাস্তহারা সমিতি সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া,মসিকের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক,কর্মকর্তা জনাব মোঃ আবুল কালাম আজাদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্কর্তা মহব্বত আলী ও চীফ সুপারভাইজার রবিউল ইসলাম সহ সহ সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দও উপস্হিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল