জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট কমিশনারেটের ৯জন কমিশনারকে বদল করেছেন।
কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা’র কমিশনার এস,এম, হুমায়ুন কবিরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিন) কমিশনারেটে বদলি করা হয়েছে।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পূর্ব) কমিশনারেটের কমিশনার মোঃ শওকত হোসেনকে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা’র কমিশনার পদে বদলি করা হয়েছে।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) কমিশনারেটের কমিশনার ড. মইনুল খানকে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, ঢাকা’র কমিশনার পদে বদলি করা হয়েছে।নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, ঢাকা’র কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) কমিশনারেটের কমিশনার পদে বদলি করা হয়েছে।কাস্টমস হাউস বেনাপোল, যশোরের কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কুমিল্লার কমিশনার পদে বদলি করা হয়েছে। কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (কুমিল্লা) কমিশনার মোঃ আজিজুর রহমানকে কাস্টমস হাউস বেনাপোল, যশোরের কমিশনার পদে বদলি করা হয়েছে।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিন) কমিশনারেটের কমিশনার বেগম তাসমিনা হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পূর্ব) কমিশনারেটের কমিশনার পদে বদলি করা হয়েছে। কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সিলেট) কমিশনার ডাঃ গোলাম মোঃ মুনীরকে কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেট (চট্রগ্রাম) কমিশনার পদে বদলি করা হয়েছে।কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেট (চট্রগ্রাম) কমিশনার হোসাইন আহমেদকে কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সিলেট) কমিশনার পদে বদলি করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল