"মুজিব বর্ষের অঙ্গীকার
পুলিশ হবে জনতার" এ শ্লোগানকে বুকে ধারন করে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন করে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খানের নেতৃত্বে গত ০২ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে সামাইকোনা গ্রামে এই কার্যক্রম পরিচলানা করেন। এই বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আাহাদ খান জানান
মহাসড়কে যানবাহব থেকে চাঁদা আদায় করলে আইনগত ব্যবস্থা। মাদককের ব্যাপরে জিরো টুলারেন্স নীতিতে পুলিশি একশন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা। সামাজিক অপরাধ ঘটার পূর্বেই জনসচেতনতামূলক ব্যবস্থা অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করা। সাধারণত মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফ্রী কল করে পুলিশের সেবা দেওয়া।নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে বিশেষ সেবা প্রদান। এই বিষয় গুলোই হলো বিট পুলিশিং কার্যক্রমের মূল লক্ষ্য। অফিসার ইনচার্জের এমন ভূমিকাকে স্বাগত জানিয়েছে অত্র এলাকার সাধারণ জনগণ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল