নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ভূমি কার্যালয়ের অফিস সহকারী মো. গোলাম রাব্বানীর করোনায় মৃত্যু হয়েছে। তিনি গত দুইমাস পুর্বে কেন্দুয়া থেকে মদন কার্যালয়ে বদলি হলেও পুরনো কর্মস্থল কেন্দুয়াতেই ছিলেন।
কেন্দুয়া থানার ওসি মো রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোরে এলাকায় মাইকিং করা হয়েছে। পরবর্তীতে জানাযা শেষে গ্রামের বাড়ি বারহাট্টায় লাশ পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, গোলাম রাব্বানীর নিজ বাড়ি বারহাট্টা উপজেলায়। তিনি কেন্দুয়া উপজেলা কর্মস্থল হওয়ার সুবাদে শ্বশুর বাড়িতেই থাকতেন। গত এপ্রিল মাসে কেন্দুয়ায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্তের সময় গোলাম রাব্বানীও অসুস্থ হয়েছিলেন।
কিন্তু নমুনা পরীক্ষা পরে করায় করোনা পজেটিভ আসলে শ্বশুর বাড়ি মাসকা বালিজুরিতেই আইসোলেশনেই ছিলেন৷
বৃহস্পতিবার (২জুন) রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে ইশ্বরগঞ্জ পৌঁছাতেই মারা গেছেন তিনি।
গোলাম রব্বানীর ছেলে আবুল হাসনাত আব্দুল্লা জানান, গত ২২ জুন নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠালে ২৭ জুন তার করোনা প্রজেটিভ আসে। তখন থেকেই তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুরী গ্রামে হোম আইসোলেশনে চলে যান।
তিনি বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।