ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে একশত পিচ ইয়াবা ও এককেজি গাঁজাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানকে গ্রেফতার করে। শুক্রবার রাতে তারাকান্দার রাজদাড়িকেল বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বাড়ি হরিয়াতলা গ্রামে।
পুলিশ জানায়, তারাকান্দা থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে এএসআই আল নোমান ও মামুন মিয়া শুক্রবার রাতে রাজদাড়িকেল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহিৃত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একশত পিচ ইয়াবা ও এককেজি গাজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল