মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রনোদনার
২৫০০ টাকা করে দেয়ার যে ঘোষণার ছিলো। বিভিন্ন জটিলতার কারনে
যারা প্রধানমন্ত্রীর প্রনোদনা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। এ ক্ষেত্রে
তাদের অনেকের সিম কার্ড রেজিষ্ট্রেশন এর সাথে ভোটার আইডি
কার্ড এর মিল না থাকার কারণে ময়মনসিংহের গৌরীপুরে অনেকেই
টাকা পাননি। যাদের নাম যাচাই-বাছাই করে ফেরত এসেছে তাদের
সঠিক ভোটার আইডি কার্ড দিয়ে সংশোধন ও সিম কার্ড
রেজিষ্ট্রেশন করে, সবাইকে একাউন্ট খুলে দেয়ার ব্যবস্থা করেছেন পৌর
মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র সৈয়দ
রফিকুল ইসলাম নিজ উদ্যোগে রবিবার (৫জুলাই) সারা দিনব্যাপী
পৌরসভা প্রাঙ্গণে সবাইকে ডেকে এনে সকলের সিম কার্ড ঠিক
করে দিয়েছেন। এমন কার্যক্রমকে প্রধানমন্ত্রীর অর্থপ্রাপ্তি থেকে
বঞ্চিতরা পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এর প্রতি গভীর কৃতজ্ঞতা
প্রকাশ করেছেন।
শামীম খান
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল