নেত্রকোণার মোহনগঞ্জের বহুল অালোচিত গৃহকর্মী মারুফাকে ধর্ষন ও পরবর্তীতে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ ,দ্রুত পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ এবং ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত বারহাট্রার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ কাঞ্চনের ফাসির দাবীতে ময়মনসিংহের ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আজ ০৫-০৭-২০২০ রবিবার সকাল ১১ ঘটিকায় মুখে কালো কাপড় বেধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মারুফা মঞ্চ,ময়মনসিংহের অাহবায়ক মাহমুদা হোসেন মলির সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন,সহ-সভাপতি জিনাত রেহেনা, সাংগঠনিক সম্পাদক জেসমিন মিনু,নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির সভাপতি মো: ইকবাল হোসাইন,ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহবায়ক আবুল কালাম আল আজাদ,বারহাট্রার সিংধা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য সন্ধ্যা রানী রায় প্রমুখ।
মারুফা ধর্ষণ ও হত্যাকান্ডের কুশীলব মাহবুব মোর্শেদ কাঞ্চনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না,অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর,কবি শামীম অাশরাফ,জেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান ও নারী সাংবাদিক সংঘের আহবায়ক বাবলী আকন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন জাগ্রত ময়মনসিংহের সদস্য সুমন চন্দ্র ঘোষ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সকলেই প্রায় সমস্বরে বলেন,ধর্ষক ও হত্যাকারী কোনভাবেই দলীয় পরিচয় দিয়ে পার পেতে পারেনা,অনতিবিলম্বে মারুফা ধর্ষণ ও হত্যার পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করে দোষীদের ও মদদদাতাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
মোহনগঞ্জ থেকে আগত হত্যাকান্ডের শিকার মারুফার মা আকলিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,মাহবুব মোর্শেদ কাঞ্চন গং ইতিপূর্বে আমার স্বামীকে হত্যা করেছে,আমার মেয়েকে লেখাপড়া করিয়ে মানুষ করবে বলে নিয়ে গৃহকর্মে নিযুক্ত করে কাঞ্চন চেয়ারম্যান আমার নাবালিকা কন্যাকে ধর্ষন করে হত্যা করে অর্থ-ক্ষমতার জোড়ে জগণ্যতম অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং আমাকেও ভয়-ভীতি দেখাচ্ছে।
মারুফার মা আকলিমা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের ফাসি নিশ্চিত করার দাবীও জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল