ময়মনসিংহে র্যাবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে দুই পলিথিন ব্যবসায়ীর জেল-জরিমানা প্রদান করা হয়েছে। এ সময় দুটি দোকান থেকে ৩২ মন পলিথিন উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ বিভাগীয় নগরীর মেছুয়া বাজার এলাকায় এই অভিযান চলে। অভিযানে বাসুদেব নামে এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমাণা ও মানিক মিয়াকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমাণা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম আরিফ এই আদালত পরিচালনা করেছেন।
র্যাবের সহকারী পরিচালক তাসলিম হোসাইন ও ডিএডি আসলাম হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার সন্ধ্যায় বিভাগীয় নগরীর মেছুয়া বাজার জিলাপিপট্টিতে অভিযান পরিচালনা করে। এ সময় সুত্রে খবর পেয়ে দুটি দোকানে অভিযান চালায়। পরে বাসুদেবের দোকান থেকে ২ মন এবং মানিক মিয়ার দোকান থেকে ৩০ মন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার উপস্থিত হন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম আরিফ উপস্থিত হয়ে আদালত পরিচালনা করে। এ সময় আদাল বাসুদেবকে পরিবেশ সংরণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় ১০ হাজার টাকা জরিমাণা এবং মানিক মিয়াকে এক মাসের বিনাশ্রম জেল ও ২০ হাজার টাকা জরিমাণা করে। বাসুদেব আদালতের নির্দেশে ১০ হাজার টাকা দিয়ে জামিনে মুক্তি পান। এছাড়া মানিক মিয়ার নামে জরিমাণাকৃত ২০ হাজার টাকা প্রদান করে। পরে তাকে আদালত জেলে প্রেরণের নির্দেশ দেয়। মানিক মিয়াকে র্যাব রাতেই কারাগারে পাঠিয়েছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল