বিশিষ্ট সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৬ জুলাই) রাষ্ট্রপতি এক শোকবার্তায় এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বঙ্গভবন প্রেস উইং থেকে একথা জানানো হয়।
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার ৬টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন।
সুত্র,
mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল