লাইফস্টাইল:
থ্রেডিংয়ের পাশাপাশি ভ্রুর অসঙ্গতি ঢাকতে ব্যবহার করা উচিত ‘আই ভ্রু ব্রাশ’। সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সুন্দর করে ভ্রু আঁকার উপায় সম্পর্কে জানানো হল। ভালো ভ্রু ব্রাশ ব্যবহার: মনের মতো করে ভ্রু সাজাতে চাইলে উন্নত মানের ‘আই ভ্রু ব্রাশ’ ব্যবহার করতে হবে। ভরাট ভ্রু আঁকতে পেন্সিলের চেয়ে ভ্রু ব্রাশ বেশি কার্যকর। সঠিকভাবে থ্রেড করা: পৃথিবীতে অনেক নারীই লেজারের সাহায্যে ভ্রুয়ের আকার ঠিক করে থাকেন। তবে আমাদের দেশে নারীরা থ্রেডিং বা প্লাক করে ভ্রুয়ের আকার ঠিক করেন। এবং এটা সুন্দর ভ্রু পাওয়ার ভালো উপায়। পেন্সিল বা জেল ব্যবহার: কারও কারও ভ্রু হয় সঙ্গতিহীন। ভ্রুয়ের কম বেশির অসঙ্গতি ঢাকতে ব্যবহার করা যায় ভ্রু পেন্সিল বা জেল। এরপর ভালো ভ্রু ব্রাশ বুলিয়ে নিলেই ঢাকা পরে যাবে ত্রুটি। ধনুকাকার: ভ্রুয়ে হালকা ধনুকাকার কখনই পুরানো হওয়ার মতো না। তাই বাড়তি সৌন্দর্য যোগ করতে ভ্রুয়ের সামনের দিক ভরাট রেখে শেষের অংশটা খানিকটা সূচালো ও চিকন করে রাখতে পারেন, দেখতে ভালো লাগবে। ছবি: রয়টার্স।