সিআইডি গাজিপুর টীম গত ০৬ জুলাই সোমবার অনুমান ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদর (জিএমপি) গাজীপুর থানাধীন মলি পেট্রোল পাম্পের পাশে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে কতিপয় মোটরসাইকেল চোর, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন অফিসারকে অবিহিত করিয়া একই তারিখ রাত্র অনুমান ২১.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছাইয়া, আসামি ১| শাহরিয়ার @ শিপন (২৩), ২| মেহেদী হাসান (২২) দ্বয়কে ২টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। শাহরিয়ার @ শিপনের নিকট হতে R1-5 মোটরসাইকেল মুল্য অনুমান ২ লক্ষ টাকা এবং মেহেদী হাসান এর নিকট হতে চোরাই ১টি পালসার মোটরসাইকেল মুল্য অনুমান ১(এক) লক্ষ টাকা উদ্ধার করেন। পরে তাদের স্বীকারউক্তি মোতাবেক মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হোতা ৩| মোঃ নুরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেন।
সুত্র, cid Facebook page
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল