১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক মেয়র টিটুর উদ্যোগে ২৫০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ।।
৮, জুলাই, ২০২০, ৭:১৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনাকালীন দুর্যোগে অাকস্মিক কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুর নির্দেশনায় অদ্য ০৮-০৭-২০২০ বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী ময়মনসিংহ সিটি

কর্পোরেশনের অারকে মিশন রোড,ছত্রিশ বাড়ী কলোনী,বাঁশবাড়ী কলোনী, সুতিয়াখালী গুচ্ছগ্রাম ও বর্মনপাড়া এলাকায় ২৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যশষ্য উপহার বিতরণ করা হয়।

করোনাকালে এই দুর্যোগময় সময়ে ২৫০০ জন দুর্দশাগ্রস্হ অসহায়দের মাঝে দশ কেজি করে খাদ্য সহায়তা বিতরন করা হয়।

এসময় মসিকের ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন,কাউন্সিলর রোকেয়া হোসেন, রোকসানা শিরীন,নির্বাহী প্রকৌশলী জহুরুল হক,হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ,চীফ

সুপারভাইজার রবিউল ইসলাম,নাজিমুজ্জামান জায়েদ,মমেন আহমেদ,মাসুম মিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণি,জুয়েল গণি সহ ওয়ার্ড এলাকার সুধীসমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য করোনা প্রাদুর্ভারের শুরু থেকে মসিক মেয়র টিটুর নির্দেশনায় ওয়ার্ড কাউন্সিলরগণের উদ্যোগে খাদ্যসহায়তা,নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।