ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু’র প্রত্যক্ষ নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম,জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে মসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিরাম কাজ করে যাচ্ছেন।
করোনা ভাইরাস প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার আকুয়া দক্ষিণ পাড়া খাল পুন:খনন করে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের জন্য মসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাল পুন:খনন কার্যক্রম গতসপ্তাহে শুরু করে।
উল্লেখ্য মেয়র টিটুর নির্দেশে শহরজুরেই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার,খাল পুন:খনন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত জীবানুনাশকও স্প্রে করা হচ্ছে।
অদ্য ০৮-০৭-২০২০ আকুয়া খাল পুন:খনন কার্যক্রম পরিদর্শনে আসেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীমুর রহমান, এনডিসি,পিএসসি; ৭৭ পদাতিক বিগ্রেড ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক, স্টেশন স্টাফ অফিসার খালেদ আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. উন্মে আফসারী জহুরা প্রমুখ।
এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক,প্রধান স্বাস্থ্য কর্মমকর্তা ডা. এইচ কে দেবনাথ ,বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহব্বত আলী ও চীফ সুপারভাইজার রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণও
উপস্থিত ছিলেন। ঘাটাইলস্থ ১৯ পদাতিক ডিভিশন ও ময়মনসিংহ সেনানিবাসের ৭৭ বিগ্রেড স্টেশন কর্তৃপক্ষ অাকুয়া খাল পুন: খনন প্রকল্প গ্রহণ করায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ময়মনসিংহ নগরবাসীকে করোনা ভাইরাস,জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে মেয়রের নির্দেশনায় জীবানুনাশক স্প্রে ছিটানো,জলাবদ্ধতা নিরসনে ড্রেন-খাল পুন:খনন ও নিরবিচ্ছিন্ন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে সচেতন ময়মনসিংহবাসীও সাধুবাদ জানিয়েছেন এবং নগরবাসী মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের
মেয়র টিটুর করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম,সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা,জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপ, ফুটপাত নিরাপদ রাখা তথা গ্রীন এন্ড ক্লীন সিটি বাস্তবায়ন কর্মসূচী সর্বমহলেই প্রশংসিত হয়েছে।