চলমান করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার (Earl R Miller) আজ বুধবার (০৮ জুলাই, দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সাথে সাক্ষাৎ করে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
আইজিপি এ ধরনের মানব হিতৈষী উদ্যোগের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।
সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল