ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও চরাঞ্চলের বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর সিদ্দিক সাগর আজ সকালে হার্ট অ্যাটাক করেন এবং তাকে নেক্সাস হাসপাতালের সি.সি.ইউ. তে ভর্তি করা হয়।
পরবর্তীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর অাওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় আবু বক্কর সিদ্দিক সাগর কে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রেরন করা হয়েছে |
তথ্যপ্রতিদিন ২৪ ডট কমের প্রকাশক মারুফ হোসেন কমল এক বিবৃতিতে ববলেন,মহান আল্লাহ্তায়ালা আমাদের সকলের প্রিয়ভাজন আবু বক্কর সিদ্দিক সাগর কে দ্রুত সুস্থতা দান করুন। আমিন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল